নিউজ ডেস্কঃ মুক্ত ও গণতান্ত্রিক সমাজ গঠনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা ও দৃঢ়তার প্রশংসা করেছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া জ্যানেট স্কটল্যান্ড। গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই প্রশংসা করেন।
দুই নেতার বৈঠকে কমনওয়েলথ যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে সেসব ইস্যু নিয়ে আলোচনা হয়। চরমপন্থা নির্মূল, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন ইস্যু ছাড়াও কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যিক প্রসার নিয়েও আলোচনা করেন হাসিনা ও পেট্রিসিয়া স্কটল্যান্ড।
বৈঠকে এ দুই নেতা আইনের শাসন, ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতা এবং সুশাসন প্রতিষ্ঠায় একসাথে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষন করেন। কমনওয়েলথ মহাসচিব বলেন, মুক্ত গণতান্ত্রিক সমাজ গঠনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর একে অন্যের প্রতি লক্ষ্য রাখা উচিত। এবিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা ও দৃঢ়তায় আমি খুবই আনন্দিত।