আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের উরি সীমান্তে জঙ্গিদের আক্রমণে নিহত ১৭ ভারতীয় সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় জনতা দল’র (বিজেপি) যুব মোর্চা।
গতকাল সন্ধ্যায় বিজপি যুব মোর্চা’র আমবাসা মণ্ডল কমিটির সদস্যরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌন মিছিল ও একমিনিট নীরবতা পালন করেন। এদিকে আমবাসার পাশাপাশি একইদিন করমছড়া, ছাওমনু, গন্ডাছড়া, কমলপুর এলাকায় মৌন মিছিল করেন দলটির কর্মীরা।