News71.com
 International
 20 Sep 16, 05:16 PM
 473           
 0
 20 Sep 16, 05:16 PM

মেক্সিকোতে উদ্ধার হল অপহৃত দুই ধর্মযাজকের লাশ।।

মেক্সিকোতে উদ্ধার হল অপহৃত দুই ধর্মযাজকের লাশ।।

আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর পূর্বাঞ্চল থেকে গত সোমবার দুই ধর্মযাজকের লাশ উদ্ধার করা হয়েছে। গির্জা থেকে অপহরণ করার কয়েক ঘণ্টা পর তাদের লাশ উদ্ধার করা হয়। ২০১২ সাল থেকে দেশটিতে এনিয়ে নিহত যাজকের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ জনে।

পুয়েবস্না রাজ্যের তেজিউতলানে বিশপ সম্মেলনের স্থানীয় মুখপাত্র ফাদার জোসে আলবার্তো গুয়েরারো জানান, মেক্সিকোর সংঘাতপূর্ণ ভেরাক্রজ রাজ্যের রোজারিকায় অবস্থিত একটি গির্জা থেকে রোববার বন্দুকধারীরা এ দুই যাজককে অপহরণ করে।
পরে দুই যাজকের বুলেটবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

আমরা আশা করছি কর্তৃপক্ষ এ ঘটনার কারণ উদঘাটন করে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সম্মেলনের এক বিবৃতিতে বলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন