News71.com
 International
 20 Sep 16, 06:40 PM
 439           
 0
 20 Sep 16, 06:40 PM

ভারতের রাজধানী দিল্লিতে দিন দুপুরে খুনঃ গ্রেফতার ঘাতক।।

ভারতের রাজধানী দিল্লিতে দিন দুপুরে খুনঃ গ্রেফতার ঘাতক।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লিতে এবার দিনের আলোতেই খুন হলেন ২২ বছর বয়সী এক নারী। আজ সকালে দিল্লির উত্তরাঞ্চলীয় এলাকা বুরারির মূল সড়কে ছুরিকাঘাতে করুনা নামের ওই নারীকে হত্যা করা হয়। মৃত্যু নিশ্চিত করতে করুনাকে মোট ২০ বার ছুরিকাঘাত করা হয়। সিসিটিভি ফুটেজে এ নির্মমতার চিত্র ধরা পড়েছে।  

আজ সকাল ৯টার দিকেই ওই ঘটনা ঘটে। করুনাকে যখন হত্যা করা হয় তখন আশেপাশে লোকজনের চলাচল ছিল। করুনার আত্মচিৎকার শুনে কেউই তাকে বাঁচাতে আসেননি। ঘটনাস্থলের খুব কাছেই পুলিশের স্টেশন। তবে হত্যা করে পালিয়ে যাওয়া সময় লোকজন সুরেন্দর সিং (৩৪) নামের সেই দুবৃত্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। 

করুনার ভাই আদিত্য মালিক জানান, এক বছর ধরেই তার বোনকে বিরক্ত করছিল সুরেন্দর। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়া একসময় করুনাকে উত্যক্ত করা শুরু করে। কয়েকমাস আগে এ বিষয়ে তারা মামলাও করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন