নিউজ ডেস্ক : মারাগেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা জর্জ কেনেডি। কুল হ্যান্ড লুক সিনেমার জন্য ১৯৬৮ সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে সিনেমা জগতের নোবেলখ্যাত অস্কার পুরস্কার জিতে নেন। মৃত্যুতালে কেনেডির বয়স হয়েছিল ৯১ বছর।
গত শতাব্দীর ৭০ ও ৮০ এর দশকের জনপ্রিয় এই অভিনেতার অন্যান্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে নেকেড গান কমেডিস, আর্থ কোয়াক ও এয়ারপোর্ট ১৯৭৫। কেনেডির নাতি কোরি শেনেকেল তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শেনেকেল বলেন, এক বছর আগে স্ত্রী জোয়ানের মৃত্যুর পর থেকে জর্জ কেনেডি ভেঙ্গে পড়েছিলেন এবং গত কয়েক মাস চিকিৎসার মধ্যে ছিলেন।
উল্লেখ্য ১৯২৪ সালে নিউইয়র্কে জন্ম নিয়েছিলেন কেনেডি। তার বাবা ছিলেন সঙ্গীত শিল্পী এবং মা ছিলেন নাচের দলের সঙ্গে। ক্যারিয়ারের শুরুতে দ্বিতীয় যুদ্ধের সময় মার্কিন পদাতিক সেনা হিসেবে কাজ করেছেন। হলিউডে যাওয়ার আগে ১৯৫০ সাল পর্যন্ত সেনাবাহিনীর রেডিও ও টেলিভিশনে কাজ করেছেন। ৬ ফুট চার ইঞ্চি এই অভিনেতা কঠোর চরিত্রে অভিনয়ের জন্য খ্যাত ছিলেন। সর্বশেষ দ্য গ্যাম্বলার (২০১৪) সিনেমায় দেখা গিয়েছিল তাকে।