নিউজ ডেস্কঃ ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খোরশেদ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং ।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আধা ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন তারা। এ সময় দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে বৈঠকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর বাংলাদেশ সফরের তারিখ নির্ধারণের বিষয়ে আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র ।
আগামী অক্টোবরে ৩দিনের সফরে ঢাকায় আসার কথা রয়েছে চীনের রাষ্ট্রপতির। গত মাসে চট্টগ্রামে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত কর্ণফুলী টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে ।
তিনি আরও বলেন, অক্টোবরের ১০ তারিখ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৩দিনের সফরে বাংলাদেশে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ই অক্টোবরের মধ্যে যেকোন দিন কর্ণফুলী টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ।