News71.com
 International
 20 Sep 16, 10:31 PM
 392           
 0
 20 Sep 16, 10:31 PM

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খোরশেদ আলমের সঙ্গে চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং য়ের সাক্ষাৎ ।।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খোরশেদ আলমের সঙ্গে চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং য়ের সাক্ষাৎ ।।

নিউজ ডেস্কঃ ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খোরশেদ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং ।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আধা ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন তারা। এ সময় দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে বৈঠকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর বাংলাদেশ সফরের তারিখ নির্ধারণের বিষয়ে আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র ।

আগামী অক্টোবরে ৩দিনের সফরে ঢাকায় আসার কথা রয়েছে চীনের রাষ্ট্রপতির। গত মাসে চট্টগ্রামে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত কর্ণফুলী টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে ।

তিনি আরও বলেন, অক্টোবরের ১০ তারিখ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৩দিনের সফরে বাংলাদেশে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ই অক্টোবরের মধ্যে যেকোন দিন কর্ণফুলী টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন