News71.com
 International
 21 Sep 16, 10:52 AM
 499           
 0
 21 Sep 16, 10:52 AM

পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি! অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী মিসাইলের পরীক্ষা ভারতের

পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি! অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী মিসাইলের পরীক্ষা ভারতের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কাশ্মিরের সেনা সদর উরিতে জঙ্গী হামলার পর জোর তৎপরতা প্রতিরক্ষা ক্ষেত্রে। পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে যুদ্ধের সম্ভাবনাকে মাথায় রেখে সাজ সাজ রব ভারতের প্রতিরক্ষা প্রতিটি সেক্টরে।

সংবাদসংস্থা সূত্রের খবর, এদিন ওড়িশার বালাসোরের কাছে চাঁদিপুরের উপকূলে অবস্থিত ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা (ডিআরডিও)-র ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর)-এর মোবাইল লঞ্চিং প্যাড থেকে এই পরীক্ষা করা হয়।

এদিন উৎক্ষেপণ করা হয়েছে ভারত ও ইজরায়েলের সঙ্গে যৌথ অংশীদারিত্বে তৈরি অত্যাধুনিক দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র (এলআর-স্যাম) ‘বারাক-৮’।

জানা গিয়েছে, প্রথম পরীক্ষাটি হয়েছে সকাল ১০টা ১৩ মিনিট নাগাদ। দ্বিতীয়টি হয় আড়াইটে নাগাদ। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, দুটি পরীক্ষাই চূড়ান্ত সফল হয়েছে। জানা গিয়েছে, মিসাইলগুলি নির্ভুলভাবে লক্ষ্যভেদ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন