News71.com
 International
 22 Sep 16, 01:39 AM
 395           
 0
 22 Sep 16, 01:39 AM

বোমা হামলার হুমকির পর ৬০ স্কুল থেকে শিক্ষার্থী সরিয়ে নিয়েছে কানাডা ।।

বোমা হামলার হুমকির পর ৬০ স্কুল থেকে শিক্ষার্থী সরিয়ে নিয়েছে কানাডা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ বোমা হামলার হুমকি পাওয়ার পর কানাডার পূর্বাঞ্চলের অন্তত ৬০টি স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরিয়ে নেয়া হয়েছে। আজ বুধবার পুলিশের কাছে ফোন করে বোমা হামলার হুমকি দেয় অজ্ঞাত ব্যক্তি ।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য হুমকি পাওয়ার পর প্রিন্স এডওয়ার্ড দ্বীপের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খালি করা হয়েছে। ফেডারেল পুলিশ বলছে, দ্বীপ প্রদেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল থেকে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন