নিউজ ডেস্কঃ শিক্ষার্থীদের বিতরণের জন্য প্রতি বছর ১২ থেকে ১৫ লাখ সাইকেল কিনবে বাংলা (পশ্চিমবঙ্গ) সরকার। আর এ জন্য রাজ্যে সাইকেল কারখানা স্থাপনের জন্য শিল্পপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সবুজসাথী প্রকল্পের মাধ্যমে আগে থেকেই শিক্ষার্থীদের সাইকেল বিতরণ করে আসছে মমতা সরকার। নতুন করে ক্ষমতায় আসার পর গতকাল বুধবার শিলিগুড়ি থেকে ফের রাজ্যে পড়ুয়াদের সাইকেল বিলি কর্মসূচির সূচনা করেন মমতা। নবম থেকে দ্বাদশ, এই ৪ শ্রেণিতে সাইকেল বিলি হয় সবুজসাথী প্রকল্পে। নবম শ্রেণি ছাড়া রাজ্যে বাকি ৩ ক্লাসের প্রায় ৩০ লক্ষ শিক্ষার্থীকে সাইকেল বিলি সম্পন্ন হয়েছে ভোটের আগেই।
এদিন নবম শ্রেণির সাইকেল বিলি শুরু হল। মুখ্যমন্ত্রী বলেন, ''সবুজসাথী প্রকল্পে এখন থেকে প্রতি বছর নবম শ্রেণিকে সাইকেল দিলেই হবে। যে নবম শ্রেণিতে সাইকেল পাবে সে দ্বাদশ পর্যন্ত সেই সাইকেল ব্যবহার করতে পারবে৷ প্রতি বছর লক্ষ লক্ষ সাইকেল লাগবে। রাজ্যে কেউ সাইকেল কারখানা করলে আমরা কিনতে পারি।''
সরকারি সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজ্য থেকে সাইকেলের যন্ত্রাংশ কিনছে বাংলা সরকার। মমতা চাইছেন রাজ্যেই সাইকেল কারখানা হোক। এতে যারা কারখানা স্থাপন করবে তারাও লাভবান হবে, সরকারও তুলনামূলক কম দামে সাইকেল কিনতে পারবে। এখন থেকে প্রতি বছরই নবম শ্রেণিকে ১২ থেকে ১৫ লক্ষ সাইকেল দেবে সরকার। রাজ্যের নতুন কেউ কারখানা করলে এই বরাত তারাই পাবেন। সেক্ষেত্রে রাজ্যে যেমন নতুন করে সাইকেল কারখানা তৈরি হবে, কর্মসংস্থান হবে, তেমন পড়ুয়াদের জন্য সাইকেল কিনতে রাজ্যের খরচও কমবে।