News71.com
 International
 22 Sep 16, 11:48 AM
 383           
 0
 22 Sep 16, 11:48 AM

সমূলে সন্ত্রাসবাদ উৎপাটনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সমূলে সন্ত্রাসবাদ উৎপাটনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিউজ ডেস্কঃ সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। কোনো দেশ কিংবা ব্যক্তিই এর বাইরে নয়। সন্ত্রাসীদের কোনো ধর্ম কিংবা গোত্র নেই। সমূলে সন্ত্রাসবাদ উৎপাটন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'' নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে স্থানীয় সময় গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাধারণ পরিষদে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান।

তিনি বলেন, ''চরমপন্থা ও সন্ত্রাসবাদ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। আমরা মনে করি এই বৈশ্বিক চ্যালেঞ্জকে সমূলে উৎপাটন করতে জড়িতদের চিহ্নিত করতে হবে। অর্থদাতা, মদদদাতা এমনকি প্রশিক্ষণদাতাদেরও ধরতে হবে। বাংলাদেশে সন্ত্রাসবাদে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী । ''

তিনি আরো বলেন, ''এখনও আমাদের এই বিশ্ব উত্তেজনা এবং ভীতিকর পরিস্থিতি থেকে মুক্ত নয়। বেশ কিছু স্থানে সহিংস-সংঘাতের উন্মত্ততা অব্যাহত রয়েছে। অকারণে অগণিত মানুষের প্রাণহানি ঘটছে।” এই প্রসঙ্গে গত বছর সিরিয়ার শিশু আইলান কুর্দির সাগরে ডুবে মারা যাওয়া এবং সম্প্রতি আরেক শিশু ওমরানের আহত হওয়ার কথা বলেন শেখ হাসিনা ।

“কী অপরাধ ছিল সাগরে ডুবে যাওয়া সিরিয়ার ৩-বছর বয়সী নিষ্পাপ শিশু আইলান কুর্দির? কী দোষ করেছিল ৫-বছরের শিশু ওমরান, যে আলেপ্পো শহরে নিজ বাড়িতে বসে বিমান হামলায় মারাত্মকভাবে আহত হয়েছে? একজন মা হিসেবে আমার পক্ষে এ সকল নিষ্ঠুরতা সহ্য করা কঠিন। বিশ্ব বিবেককে কি এসব ঘটনা নাড়া দেবে না ?”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন