News71.com
 International
 22 Sep 16, 01:48 PM
 419           
 0
 22 Sep 16, 01:48 PM

পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২ ঘণ্টা ওয়ার রুমে কাটালেন ভারতনেতা মোদী

পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২ ঘণ্টা ওয়ার রুমে কাটালেন ভারতনেতা মোদী

 

নয়াদিল্লি সংবাদদাতা : উরি সন্ত্রাসের পর হাত গুটিয়ে বসে নেই ভারত। প্রকাশ্যে সংযম দেখালেও ভেতরে ভেতরে পুরো দমে চলছে আঘাত হানার প্রস্তুতি। ২০ তারিখ ২ ঘণ্টা সাউথ ব্লকের ওয়ার রুমে কাটিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা প্রধান দলবীর সিংহ সুহাগ, বায়ুসেনা প্রধান অরূপ রাহা ও নৌসেনা প্রধান সুনীল লাম্বা। যুদ্ধের সময় সাউথ ব্লকের এই ঘরটিকেই ব্যবহার করা হয় কন্ট্রোল রুম হিসেবে। ওয়ার রুমে প্রধানমন্ত্রীকে দেখানো হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। বালির মডেলে জঙ্গি ঘাঁটি বানিয়ে বোঝানো হয়, কীভাবে আচমকা হামলায় ছত্রভঙ্গ করে দেওয়া যায় পাকিস্তানকে।

প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরও জানিয়েছেন, উরির অপরাধীদের ছেড়ে দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা হালকাভাবে নিলে ভুল হবে। পাকিস্তানকে চারদিক দিয়ে ঘিরে ফেলতে কূটনৈতিক থেকে সশস্ত্র হানা- সবরকম সম্ভাবনা খতিয়ে দেখছে মোদী সরকার। সেনা আগেই জানিয়ে দিয়েছে, প্রত্যাঘাতের সময় ও জায়গা স্থির করবে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন