আন্তর্জাতিক ডেস্ক : উরি হামলার পর থেকেই 'মিলিটার অপশন' চাইছিল সেনা। এবার শুরু হয়ে গেল প্রতিশোধের পালা। কাশ্মীর সীমান্তে ২০ জন জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। মঙ্গলবার থেকে শুরু হওয়া সেনা-জঙ্গি গুলির লড়াই এখনও চলছে। সেনা সূত্রের খবর, এখনও পর্যন্ত ২০ জন জঙ্গির দেহ পাওয়া গিয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে।
উরি হামলার পর থেকেই প্রতিশোধের দাবিতে কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করছে বিভিন্ন মহল। তারই নির্যাস, এদিনের জঙ্গি নিধন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ভারতীয় সেনার বিশেষ দল দুটি ইউনিটে ভাগ হয়ে গিয়ে অপারেশন শুরু করে। ১৮ থেকে ২০ জন করে প্রতি ইউনিটে সেনা। হেলিকপ্টারে উরি সেক্টর থেকে তারা ঢোকে পাক অধিকৃত কাশ্মীরে।
নিউজ পোর্টাল 'দ্য কুইন্ট' সূত্রের খবর, জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে লাগাতার গুলি ও বোমা হামলা শুরু হয়। ভারতীয় সেনার হামলায় ২০ জন জঙ্গি প্রাণ হারিয়েছে। এছাড়াও প্রায় ২০০-র বেশি জঙ্গি আহত বলে জানিয়েছে সেনা।