আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, আইএস তাদের ইরাকি ঘাঁটিতে রাসায়নিক পদার্থযুক্ত রকেট হামলা চালিয়েছে। জানা গেছে, মুসলের কাছাকাছি কায়ারাতে মার্কিন বিমান ঘাঁটির ঠিক কিছু দূরেই এই রকেট হামলাটি চালিয়েছে আইএস। তবে ওই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ওপর এটাই ছিল আইএসের প্রথম হামলা ।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকে সময় অনুযায়ী সেপ্টেম্বর ২০ তারিখে মধ্য দুপুরে কায়রাতে মার্কিন বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেখানে আরও বলা হয়, এই হামলায় মিশনে অংশগ্রহণকারীদের ওপর কোনো প্রভাব পড়েনি। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমাদের সেনাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও উপকরণ রয়েছে ।
মাস্টার্ড গ্যাসের প্রভাবে মানুষ মারা যেতে পারে। যথেষ্ট পরিমাণ গ্যাসে বিকলাঙ্গ বা ক্ষতিকর ত্বক, চোখ ও শ্বাসনালীর প্রদাহ হয়। স্থানীয় বাহিনীকে সহায়তার কাজ করে থাকে মার্কিন বাহিনী। ওপর থেকে বিমান হামলা করে প্রায় সম্মুখযুদ্ধকে সহজ করে দেওয়ার কাজটিই বেশি করে থাকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী ।