আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের শ্রম মন্ত্রণালয় তাদের ৭৮৫ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেছে। আজ বৃহস্পতিবার এতো সংখ্যক কর্মীকে চাকরিচ্যুত করা হয় বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে।
এ খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রবাসী তুরস্কের ধর্মীয় নেতা ফেতহুল্লাহ গুলেন পন্থি এসব কর্মী। মূলত এমন অভিযোগেই তারা চাকরি হারালেন। দেশটিতে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সেক্টরে গুলেন পন্থি কর্মীদের চাকরিচ্যুত করা হচ্ছে। কঠোর ব্যবস্থা নিয়ে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।