আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের বন্দর নগরী হোদেইদাতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ২০ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।
বিদ্রোহী সংগঠন হুথির বিরুদ্ধেই মূলত বিমান হামলা চালায় সৌদি জোট। তবে এতে বেসামরিক এই মানুষের মৃত্যু হয়েছে। ১৯৯০ সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন এক দেশে পরিণত হয় এবং ঐক্যবদ্ধ ইয়েমেনের আত্মপ্রকাশ ঘটে। তবে সহিংস গৃহযুদ্ধে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করে আরব দুনিয়ার জনসংখ্যাবহুল এই দেশটিতে। শিয়া ধর্মাবলম্বী জাইদি সম্প্রদায়ের লোকজন ওই অঞ্চলে বসবাস করে। যারাই মূলত হুথি হিসেবে পরিচিত। কালের পরিক্রমায় তারা আজ বিদ্রোহী।