আন্তর্জাতিক ডেস্কঃ উরিতে জঙ্গি হামলার ঘটনার রেষ কাটতে না কাটতেই এবার সন্ত্রাসের আতঙ্ক ছড়িয়েছে ভারতেরই মুম্বাইয়ে ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেখানকার রায়গড়ের নৌসেনা ছাউনির কাছে সশস্ত্র অবস্থায় ৫-৬ জন ব্যক্তিকে কালো পোশাকে দেখা যায়। তা দেখে সন্দেহ হওয়ায় দুই স্কুল ছাত্র স্কুলের প্রিন্সিপালকে ফোনে খবর দেয়। স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেওয়ার পর থেকেই শহরজুড়ে রেড এলঅর্ট জারি করা হয়েছে ।
রায়গড়ের উড়ানের যে এলাকায় সন্দেহভাজনদের দেখা গেছে, সেখানে মানুষের চলাচল বেশ কম। সেই কারণেই প্রশ্ন উঠছে, ওইরকম সুনসান নীরব এলাকায় সশস্ত্র ব্যক্তিরা কি করছিলেন? ঘটনাস্থলে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ ও মহারাষ্ট্র এটিএস।আকাশপথেও খোঁজ চলছে। কিন্তু এখনো পর্যন্ত কারও খোঁজ মেলেনি ।
প্রতিবারের মতো এ বছরও গণেশ চতুর্থীর সময় নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছিল মুম্বাইকে। আজকের ঘটনায় ফের নিরাপত্তা জোরদার করা হলো। আরব সাগর উপকূলে জলপথেও জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা ।