News71.com
 International
 22 Sep 16, 07:16 PM
 399           
 0
 22 Sep 16, 07:16 PM

পাঁচ সশস্ত্র সন্দেহভাজনকে ঘিরে কড়া সতর্কতা জারি ভারতের মুম্বাইয়ে ।।

পাঁচ সশস্ত্র সন্দেহভাজনকে ঘিরে কড়া সতর্কতা জারি ভারতের মুম্বাইয়ে ।।

আন্তর্জাতিক ডেস্কঃ উরিতে জঙ্গি হামলার ঘটনার রেষ কাটতে না কাটতেই এবার সন্ত্রাসের আতঙ্ক ছড়িয়েছে ভারতেরই মুম্বাইয়ে ।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেখানকার রায়গড়ের নৌসেনা ছাউনির কাছে সশস্ত্র অবস্থায় ৫-৬ জন ব্যক্তিকে কালো পোশাকে দেখা যায়। তা দেখে সন্দেহ হওয়ায় দুই স্কুল ছাত্র স্কুলের প্রিন্সিপালকে ফোনে খবর দেয়। স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেওয়ার পর থেকেই শহরজুড়ে রেড এলঅর্ট জারি করা হয়েছে ।

রায়গড়ের উড়ানের যে এলাকায় সন্দেহভাজনদের দেখা গেছে, সেখানে মানুষের চলাচল বেশ কম। সেই কারণেই প্রশ্ন উঠছে, ওইরকম সুনসান নীরব এলাকায় সশস্ত্র ব্যক্তিরা কি করছিলেন? ঘটনাস্থলে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ ও মহারাষ্ট্র এটিএস।আকাশপথেও খোঁজ চলছে। কিন্তু এখনো পর্যন্ত কারও খোঁজ মেলেনি ।

প্রতিবারের মতো এ বছরও গণেশ চতুর্থীর সময় নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছিল মুম্বাইকে। আজকের ঘটনায় ফের নিরাপত্তা জোরদার করা হলো। আরব সাগর উপকূলে জলপথেও জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন