আন্তর্জাতিক ডেস্ক: তিন বছর বয়সী সৎ মেয়েকে সুইমিং পুলের পানিতে চুবিয়ে হত্যা করার অপরাধে এক মেক্সিকানকে ১০০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। এ ঘটনাটিকে দুর্ঘটনা বলেই চালিয়ে দিতে চেয়েছিলেন ওই পিতা। কিন্তু তিনি ধরা পড়ে যান সিসিটিভি ফুটেজে।
দেখা গেছে, তিন বছরের মেয়েকে হোটেলের সুইমিং পুলের জলে ছুঁড়ে ফেলে দেন বাবা। আর এ ঘটনাটি ঘটেছে মিশোয়াকান মোরিলিয়া শহরে। শিশুটি জলের মধ্যে নিজেকে ভাসিয়ে রাখার চেষ্টা করে। বারবার পুলের প্রান্তে এসে উপরে ওঠার চেষ্টা করে শিশুটি। কিন্তু, বাবা জোর করে তাকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেয়। দীর্ঘক্ষণ শ্বাস নিতে না পেরে মারা যায় ওই শিশুটি। এছাড়া এই অমানবিক দৃশ্যটি দেখেছিলেন অনেকেই। কিন্তু, তাতে হস্থক্ষেপ করেনি কেউই।
জানা গেছে, ওই শিশুটির মা প্রথমে এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। পরে পুলের পাশ দিয়ে যাওয়ার সময় মেয়ের মৃতদেহ জলের মধ্যে দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তার মা বলেছেন, প্রথমে মেয়ের মৃত্যুর ব্যপারে কিছুই জানতেন না তিনি। এরপর সিসিটিভি ফুটেজ দেখে তিনি জানতে পারেন এই ঘটনার সঙ্গে যুক্ত তার স্বামী।
এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। আর বিচারক তাকে ১০০ বছর কারাদণ্ডের নির্দেশ দেন।