News71.com
 International
 23 Sep 16, 01:39 PM
 350           
 0
 23 Sep 16, 01:39 PM

বন্যাকবলিত ভারতের দক্ষিনের শহর হায়দরাবাদে ৮ জনের প্রাণহানি ।।

বন্যাকবলিত ভারতের দক্ষিনের শহর হায়দরাবাদে ৮ জনের প্রাণহানি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তেলেঙ্গানা প্রদেশের বন্যাকবলিত হায়দরাবাদের গুনতুর জেলায় গত ২ দিনে কমপক্ষে ৮ জনের প্রাণহানি ঘটেছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে নিহত ব্যক্তিদের পরিবারকে ৪ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ ।

গত কয়েকদিন ধরে বন্যার পাশাপাশি ভারি বর্ষণ হচ্ছে গুনতুরে। চলতি সপ্তাহেও এ অবস্থা চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভারি বর্ষণ ও বন্যার কারণে রাস্তা-ঘাট ডুবে গেছে। ফলে যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্থ হয়েছে। ভারি বর্ষণ ও বন্যায় রেল লাইন ডুবে যাওয়ায় ৩০ ঘন্টারও বেশি সময় ধরে রেল যোগাযোগ বন্ধ ছিল ।

পরিস্থিতির অবনতি হওয়ায় ২ দিনের ছুটি ঘোষণা করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর। কমপক্ষে ৫ হাজার মানুষকে রিলিফ ক্যাম্পে সরিয়ে নেয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন