আন্তর্জাতি ডেস্কঃ ভারতের রাজধানীর বুকে এবং সংসদ ভবন থেকে তিন কিমি দূরে বিরাট মধুচক্র চালাচ্ছেন এক কেন্দ্রীয় মন্ত্রী। গতকাল বৃহস্পতিবার এমনই দাবি করেছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতি মালিওয়াল।
নয়াদিল্লির জিবি রোড এলাকায় ওই চক্র কাজ করছে বলে দাবি করেছেন মহিলা কমিশনের প্রধান। সাংবাদিক সম্মেলন করে স্বাতি দেবী বলেছেন, “কয়েক বছর ধরে দিল্লিতে চলছে মধুচক্র। কোটি কোটি টাকার লেনদেন হয় এই কারবারে। এই চক্রের সঙ্গে এক কেন্দ্রীয় মন্ত্রী এবং দেশের জাতীয় রাজনৈতিক দলের এক বড় নেতা জড়িত আছে”
এই চক্র নিয়ে তদন্ত চালানোর জন্য স্বাতি মালিওয়ালের বিরুদ্ধে ভুয়া এফআইআর করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লির মহিলা কমিশনের প্রধান। মোবাইলে হুমকিও আসছে বলে অভিযোগ করেছেন তিনি।