আন্তর্জাতিক ডেস্কঃ উচ্চশিক্ষার বিদ্যাপীঠ হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) করা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাং কিংয়ে ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়কে শীর্ষে স্থান দেয়া হয়েছে ।
সূত্রে জানা গেছে, এই প্রথম যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয় তালিকাটির শীর্ষস্থান দখল করল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) গত ৫ বছর ধরে তালিকাটির শীর্ষস্থানে ছিল। এবার ক্যালটেককে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়েছে অক্সফোর্ড। গত বছর অক্সফোর্ড দ্বিতীয় অবস্থানে ছিল ।
তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ায় (ব্রেক্সিট) যুক্তরাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং বিদেশী গবেষকদের কাজ বাধাগ্রস্ত করতে পারে বলে সতর্ক করা হয়েছে। তালিকায় ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোর মিশ্র অবস্থান দেখা গেছে, অপরদিকে এশীয় বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষে উঠে আসার ধারা অব্যাহত আছে ।