News71.com
 International
 23 Sep 16, 06:41 PM
 385           
 0
 23 Sep 16, 06:41 PM

স্কুলের বাচ্চাদের শিরচ্ছেদের পদ্ধতি শেখাচ্ছে আইএস ।।

স্কুলের বাচ্চাদের শিরচ্ছেদের পদ্ধতি শেখাচ্ছে আইএস ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ নিজেদের জঙ্গি কার্যকলাপে এর আগেও বাচ্চাদের সামিল করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। আর সেই উদাহরণ বিভিন্ন ভিডিও ফুটেজে বিভিন্ন সময়ে বারবার সামনে এসেছে। আর এবার যে ঘটনা সামনে এল, তাতে শিউরে উঠেছে বিশ্ব।

পুতুলের শিরচ্ছেদ করে 'রাক্কা' স্কুলের বাচ্চাদের ট্রেনিং দিচ্ছে আইএস। এর আগে দেখা গেছে, বাচ্চাদের সুইসাইড বোম্বার বানানো, আরবি ভাষায় শিশুদের শরিয়তের পাঠ দেওয়া চিত্র। আর এবার সামনে এল এই ভয়ংকর ছবি। কীভাবে 'শিরচ্ছেদ' করতে হবে তা হাতে ধরে সেই পাঠ শিখিয়ে দিচ্ছে আইএস জঙ্গিরা।

২০১৪ থেকেই আইএসএর কব্জায় রয়েছে 'রাক্কা'। সেই সময় সমস্ত স্কুল বন্ধ করে পাঠ্যবই পুড়িয়ে দেয় জঙ্গিরা। এরপর ফের স্কুল খুললে শুরু হয় জেহাদি পাঠ্যক্রম। হোমওয়ার্ক হিসেবে বাড়িতে পাঠানো হয় কমলা রঙের জাম্পস্যুট পরা বেশকিছু পুতুল। যেগুলোর 'শিরচ্ছেদ' করতে হবে ওই শিশুদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন