আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার গৃহযুদ্ধ থামাতে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। গতকাল শুক্রবার জাতিসংঘে একথা জানান রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সার্জেই লাভরোভ। তবে সেসময় সিরিয়ার আলেপ্পোতে বিমান হামলা চলছিলো।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের করা শান্তিচুক্তি শেষ হয় গত সোমবার। বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন লাভরোভ। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে মার্কিন নেতৃত্বাধীন জোট তাদের প্রতিশ্রুত কাজ করতে পারেনি।
লাভরভ বলেন, জঙ্গি সংগঠন নুসরা ফ্রন্টকে চাইলে চিহ্নিত করা সম্ভব। এছাড়া সেখানে মানবিক সহায়তাও জরুরি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, সিরিয়ায় নিজেদের বিরোধের অবসানে দুপক্ষের মধ্যেই ফলপ্রসু আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা দুইপক্ষই একটি সমঝোতায় আসার চেষ্টা করছি।