আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বার্লিংটন শহরের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে ৪জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক মাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে।
তবে তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ এবং লক্ষ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, গুলির ঘটনার সঙ্গে-সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তবে তার আগেই বন্দুকধারী ওইস্থান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।