News71.com
 International
 24 Sep 16, 11:43 AM
 382           
 0
 24 Sep 16, 11:43 AM

সমাধানের পথ খুঁজতে কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রোর দ্বারস্থ প্রেসিডেন্ট শিনজো আবে ।।

সমাধানের পথ খুঁজতে কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রোর দ্বারস্থ প্রেসিডেন্ট শিনজো আবে ।।

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার ক্রমাগত পরমাণু অস্ত্র পরীক্ষায় চিন্তায় জাপান। সমাধানের পথ খুঁজতে তাই কিউবার নেতা ফিদেল ক্যাস্ত্রোর দ্বারস্থ প্রেসিডেন্ট শিনজো আবে। এর আগে জাপানের কোনো রাষ্ট্রনেতা কমিউনিস্ট শাসিত কিউবায় পা রাখেননি।

চীনের পাশাপাশি উত্তর কোরিয়ার অন্যতম কূটনৈতিক সহযোগী কিউবা। গত বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সভায় উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশের পর আবে যান কিউবায়। গত বৃহস্পতিবার ক্যাস্ত্রোর সঙ্গে প্রায় ৭০ মিনিট কথা বলেন। জানান, উত্তর কোরিয়ার কাজকর্ম নিয়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া জানানো জরুরি।

ক্যাস্ত্রো জানিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবেই একমাত্র এই সমস্যা মেটানো সম্ভব। এর পর জাপান-কিউবা অর্থনৈতিক সহযোগিতা নিয়ে প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গেও বৈঠক করেন আবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন