News71.com
 International
 26 Sep 16, 11:51 AM
 389           
 0
 26 Sep 16, 11:51 AM

মুসলিমদের শুধুমাত্র ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা ঠিক নয় তারাও ভারতের নাগরিক সুবিধা পাওয়ার দাবিদার ।। প্রধানমন্ত্রী মোদি

মুসলিমদের শুধুমাত্র ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা ঠিক নয় তারাও ভারতের নাগরিক সুবিধা পাওয়ার দাবিদার ।। প্রধানমন্ত্রী মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ মুসলিমদের ভোট ব্যাংকের স্বার্থে ব্যবহার না করে তাদের উন্নয়ন ও ক্ষমতায়নের ওপরে জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের মহান চিন্তাবিদ, সংগঠক ও ভারতের জনসংঘের সভাপতি প্রয়াত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেরলের কোঝিকোড়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

দীনদয়ালের আদর্শ তুলে ধরে মোদি বলেন, ‘দীনদয়াল উপাধ্যায় বলেছেন মুসলিমদের ভোটের স্বার্থে কিংবা তাদের নীচু মনে দেখা উচিত নয়। তাদেরকেও সমান চোখে দেখা উচিত। তিনি বলেন, ৫০ বছর আগে দীনদয়াল বলেছিলেন মুসলিমদের পুরস্কার দেওয়া কিংবা তিরস্কার করা উচিত নয়, বরং তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করার দিকে নজর দেওয়া দরকার’।

মোদি জানান, ‘দীনদয়াল বলতেন সকলের জন্য সমান অধিকার আনতে হলে যারা অবহেলিত, বঞ্চিত তাদের দিকে সমাজের উঁচু তলার মানুষদের হাত বাড়িয়ে দেওয়া উচিত’। এদিন নরেন্দ্র মোদি বলেন, ‘সমাজের গরীব, পিছিয়ে পড়া মানুষের জন্যই বিজেপি দলটি গঠন করা হয়েছে এবং এই মুহূর্তে আমাদের লক্ষ্যই হল সমাজের নিপীড়িত মানুষদের দিকে মনোযোগ দেওয়া। এই লক্ষ্যে সবকা সাথ, সবকা বিকাশসহ (সবার সাথে সবার উন্নয়ন) একাধিক প্রকল্প আনা হয়েছে’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন