আন্তরজাতিক ডেস্কঃ একটি শোকসভা থেকে ফেরার পথে ৭জন দুর্ঘটনায় প্রাণ হারিয়ে আরও এক নতুন শোকের জন্ম দিয়েছেন। গতকাল রবিবার ভারতের তামিলনাডু অঙ্গরাজ্যের আরিয়ালুর জেলার উদায়ারপালায়ম শহরের কাছে একটি গ্রামে ভ্যান ও লরির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
সূত্রে জানা গেছে, স্থানীয় কাচহিপেরুমায় একটি শোকসভা থেকে ভ্যান যোগে ফিরছিলেন কয়েকজন। মাঝপথে বিপরীত দিকে আসা একটি লরি ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৭জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহত সবাইকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।