News71.com
 International
 26 Sep 16, 12:40 PM
 332           
 0
 26 Sep 16, 12:40 PM

আফ্রিকায় কমছে হাতির সংখ্যা ।।

আফ্রিকায় কমছে হাতির সংখ্যা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকায় হাতির সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। নতুন এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১০ বছরে এই মহাদেশে হাতির সংখ্যা কমেছে এক লাখ ১১ হাজারের মতো। আফ্রিকান এক রিপোর্টে এই পরিসংখ্যানের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এর পেছনে মূল কারণ হাতি শিকার ।

যেকোনো সময়ের চেয়ে এখন হাতির জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে গবেষকরা জানান, বসতি ধ্বংস হয়ে যাওয়াও দীর্ঘ মেয়াদে এই প্রাণীটির জন্যে বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। ধারণা করা হচ্ছে, আফ্রিকায় আর ৪ লাখের মতো হাতি রয়েছে। হাতির দাঁত অনেক মূল্যবান। এ দাঁতের জন্যে প্রতি বছর আফ্রিকাতে ৩০ থেকে ৪০ হাজার হাতির শিকার করা হয়। সংঘবদ্ধ অপরাধী চক্র এই হাতির দাঁতের ব্যবসা করে থাকে। এই হারে হাতি শিকার অব্যাহত থাকলে আফ্রিকায় আর কতো দিন হাতি থাকবে সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন গবেষকরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন