News71.com
 International
 26 Sep 16, 12:48 PM
 354           
 0
 26 Sep 16, 12:48 PM

জর্ডানের লেখক নাহিদ সাত্তারকে গুলি করে হত্যা ।।

জর্ডানের লেখক নাহিদ সাত্তারকে গুলি করে হত্যা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ফেসবুকে আল্লাহ ও ইসলামকে অবজ্ঞা করা একটি কার্টুন শেয়ার করে মামলার মুখে পড়া জর্ডানের এক লেখককে আদালত প্রাঙ্গণে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। আজ রবিবার জর্ডানের রাজধানী আম্মানের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে নাহিদ সাত্তারকে মাথায় গুলি করা হয়।

মামলার শুনানির জন্য আদালতে গিয়েছিলেন জর্দানের এই লেখক। তিনি যে কার্টুনটি শেয়ার করেছিলেন তাতে বেহেশতের একটি কল্পিত দৃশ্য ছিলো। জর্ডানের অনেক রক্ষণশীল মুসলিম একই কার্টুনটিকে আক্রমণাত্মক ও এতে ধর্মের অবমাননা হয়েছে বলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। জর্ডানের কর্তৃপক্ষ বলেছিল, ওই কার্টুনটি শেয়ার করে তিনি আইন লঙ্ঘন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন