নিউজ ডেস্ক : আবারও বিশ্বের শীর্ষ ধনী হলেন বিল গেটস। মঙ্গলবার ফোর্বস সাময়িকী বিশ্বের শীর্ষ ১৮১০ জন ধনীর তালিকা প্রকাশ করেছে। তালিকায় সাড়ে ৭ হাজার কোটি ডলারের সম্পদ নিয়ে সবার ওপরে মাইক্রোসফটের এই সহ প্রতিষ্ঠাতা। এবার নিয়ে টানা চতুর্থবারের মতো ধনীদের তালিকায় শীর্ষে বিল গেটস। অবশ্য ২২ বছরের মধ্যে ১৭ বছরই শীর্ষে ছিলেন তিনি। মাঝে কেবল পাঁচ বছর শীর্ষ অবস্থান হারিয়েছিলেন গেটস। গত এক বছরে তার সম্পদের পরিমাণ কমেছে ৪২০ কোটি ডলার। ফোর্বস-এর হিসাবে এর পরও গেটসের হাতে এখন সাড়ে ৭ হাজার কোটি ডলার বা ৭৫ বিলিয়ন মার্কিন ডলার।
গত বছর ফোর্বস-এর শীর্ষ ধনীদের তালিকায় ঠাঁই পেয়েছিলেন ১৮২৬ জন। এবার সেই তালিকা থেকে ১৬ জন কমে গেছে। ধনীদের নিট সম্পদের পরিমাণও কমেছে। গত বছরের তুলনায় তাদের সম্পদ চলতি বছর ৬৫০ কোটি ডলার কমেছে।
এবছর ৬ হাজার ৭০০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জারা ফ্যাশনসের কর্ণধার স্পেনের আমানসিও ওর্তেগা। যুক্তরাষ্ট্রের বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট ৬ হাজার ৮ কোটি ডলারের সম্পদ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
এছাড়া সাবেক শীর্ষ ধনী মেক্সিকান কার্লোস স্লিম রয়েছেন তিন নম্বরে। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ৪ হাজার ৪০৬ কোটি ডলার নিয়ে তালিকায় ৬ নম্বরে রয়েছেন। গত বছর জাকারবার্গ তালিকায় ১৬ নম্বরে ছিলেন।
এদিকে, শতকোটি ডলার সম্পদের মালিক ৮৪ ভারতীয়দের মধ্যে শীর্ষে আছেন ভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। গত বছর তেল ও গ্যাস ব্যবসায় ধস নামায় আম্বানির সম্পদের পরিমাণ কমেছে। চলতি বছর তার হাতে ১ হাজার ৯৩০ কোটি ডলারের সম্পদ রয়েছে।