News71.com
 International
 26 Sep 16, 04:38 PM
 351           
 0
 26 Sep 16, 04:38 PM

কানাডায় ৮ দিনের সফরে গেলেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও তার স্ত্রী কেট ।।

কানাডায় ৮ দিনের সফরে গেলেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও তার স্ত্রী কেট ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ৮দিনের সফরে ব্রিটেনের যুবরাজ উইলিয়াম ও তার স্ত্রী কেট গত শনিবার ব্রিটিশ কলম্বিয়ায় পৌঁছেছেন। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে  উইলিয়াম ও কেট তাদের বিমান থেকে অবতরণ করেন। এসময় উইলিয়াম তার পুত্র জর্জকে ধরেছিলেন এবং কেটের বাহুতে তার কন্যা শার্লট ছিল।  জানা যায়, এ সফর চলাকালে তারা বিভিন্ন প্রাকৃতিক দর্শনীয় স্থান পরিদর্শন এবং শরণার্থী ও আদিবাসী আমেরিকানদের সঙ্গে সাক্ষাত করবেন ।

৩ বছর বয়সি জর্জ এবং তার এক বছর বয়সি বোন ঝলমলে ভিক্টোরিয়া আমলের নিবাসে যাওয়ার জন্য তাদের বাবা-মা’র সঙ্গে একটি গাড়িতে ওঠে। এ সফরকালে তারা সেখানেই অবস্থান করবেন। এসময় প্রটোকলের চেয়ে আকাশে উড়তে থাকা হেলিকপ্টারের দিকে বেশি নজর ছিল জর্জের। এছাড়া তার বোনের এটি ছিল প্রথম বিদেশ সফর ।

ভ্যানকুভার দ্বীপে কানাডার সবচেয়ে পশ্চিমাঞ্চলীয় প্রদেশের আইনপরিষদের সামনের লনে নীল আকাশের নীচে সামরিক অভিবাদন জানানোর মধ্যদিয়ে এ রাজপরিবারকে গ্রহণ হয় এবং এসময় আকাশের দিকে ২১ বার তোপধ্বনি করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন