আন্তর্জাতিক ডেস্ক: কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে জুতো ছুঁড়ে মারলেন একজন! হ্যাঁ, উত্তরপ্রদেশের সীতাপুরে আজ একটি জনসভা করছিলেন কংগ্রেস সহসভাপতি। তাঁর কৃষাণ যাত্রা। চলছিল রোড শো। সেই সময় ভিড়ের মধ্যে থেকে হঠাত্ই একজন জুতো ছুঁড়ে মারেন রাহুল গান্ধীকে! যদিও জুতোটি রাহুল গান্ধীর গায়ে আঘাত করেনি। ওটা লক্ষ্যভ্রষ্ট হয়। তাই কোনও অঘটন ঘটেনি রাহুল গান্ধীর ক্ষেত্রে।
এরপরেই পুলিস ধরে ফেলে যে জুতো ছুঁড়েছে তাকে। পরে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, যে জুতো ছুড়ে মেরেছে, তার নাম হরি ওম মিশ্র। সে নাকি স্থানীয় এক সাংবাদিকও! তাকে গ্রেফতার করেছে পুলিস। তার আর কোনও উদ্দেশ্য ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিস।