News71.com
 International
 27 Sep 16, 11:58 AM
 347           
 0
 27 Sep 16, 11:58 AM

প্রেসিডেন্ট বারাক ওবামাকে তার প্রেসিডেন্ট মনে করেন না ট্রাম্প ।।   

প্রেসিডেন্ট বারাক ওবামাকে তার প্রেসিডেন্ট মনে করেন না ট্রাম্প ।।    

 

আন্তর্জাতিক ডেস্কঃ মুখ ফসকে এবার ডনাল্ড ট্রাম্প বলে ফেলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রেসিডেন্ট নন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান এই প্রার্থী প্রথম বিতর্কে অংশ নিয়ে এ কথা বলেন। প্রতিপক্ষ ডেমোক্র্যাট প্রার্থী হিলারিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘হিলারির সঙ্গে একটি বিষয়ে আমি একমত: বিশ্বের একমাত্র বড় সমস্যা পরমানু অস্ত্র, গ্লোবাল ওয়ার্মিং নয়, যেমনটা তিনি ও তার প্রেসিডেন্ট ওবামা মনে করছেন।’

ওবামা আমেরিকায় জন্মই নেননি, তার প্রেসিডেন্সিরেই কোনও বৈধতা আছে কি, বার বার প্রশ্ন তুলে জানতে চান ডনাল্ড ট্রাম্প। পরে বিতর্কের শেষ স্পিন রুমে যখন এই প্রশ্ন উঠলো তখন ট্রাম্প অবশ্য বললেন, ‘ওবামা সবারই প্রেসিডেন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন