নিউজ ডেস্ক : পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে যোগ দিতে বহু নাগরিক ইতোমধ্যে পাড়ি জমিয়েছে ইরাক ও সিরিয়ায়। যাদের বেশিরভাগই বয়সে তরুণ। নিজ দেশের নাগরিকদের এভাবে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়া ঠেকাতে নানাভাবে তৎপর বিভিন্ন দেশের সরকার। এবার পাকিস্তানের পাঞ্জাবে শোনা গেল সেখান থেকে আইএসে যোগ দিতে সিরিয়ায় চলে গেছে বেশ কয়েকজন নাগরিক।
১৪ বছরের কিশোরী খানসার নানী ফাতিমা জানালেন, তার নাতি খানসা চলে যাওয়ার আগে তার মেয়ে এবং আরেক নাতিও সিরিয়ায় জঙ্গিদলে যোগ দিতে পালিয়ে গেছে।
ফাতিমা বলেন, 'আমার নাতনিকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সাথে সাথে আমি পুলিশকে জানাই। একদিন পুলিশ স্টেশন থেকে ফোন আসে। আমি মনে করি খানসাকে হয়তো খুঁজে পাওয়া গেছে। কিন্তু ওরা বলে সে সিরিয়ায় চলে গেছে।
ফাতিমা বলেন, "স্থানীয় গার্লস স্কুলের দুই শিক্ষিকা ফারহানা তার দুই সন্তানকেও সিরিয়ায় নিয়ে গেছে। আমি জানি না তারা সেখানে কি করছে। খানসা খুব মেধাবী আর নিষ্পাপ একটা মেয়ে। ওরা ওকে ভুলভাল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। আমি ওকে শুধু ফিরে পেতে চাই। আর কিচ্ছু চাই না।"
সিরিয়া থেকে খানসা চিঠিতে লিখেছে, সেখানে সে ভালো আছে আর কখনো নিজ দেশ পাকিস্তানে ফিরে আসবে না। কিন্তু চোখের কোণে পানি নিয়ে ফাতিমা এখনো পথের দিকে তাকিয়ে আছেন তার নাতনি ফিরে আসবে এই আশায়।
এদিকে পাঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ বললেন, ইতোমধ্যে যারা সিরিয়া কিংবা ইরাকে চলে গেছে তারা ফিরলে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তারা যাতে কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়াতে না পারে সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।