News71.com
 International
 27 Sep 16, 07:33 PM
 405           
 0
 27 Sep 16, 07:33 PM

বিশ্বে প্রতি ১০ জনে ৯জন দূষিত বায়ু গ্রহণ করছে ।।

বিশ্বে প্রতি ১০ জনে ৯জন দূষিত বায়ু গ্রহণ করছে ।।

 

নিউজ ডেস্কঃ বিশ্বে প্রতি ১০ জনে ৯জন দূষিত বায়ু গ্রহণ করছেন উল্লেখ করে দূষণের বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের প্রধান মারিয়া নাইরা জানান, বিশ্বে প্রতি ১০ জনে ৯জন দূষিত বায়ু গ্রহণ করছেন এবং এ কারণে প্রতিবছর বিশ্বে ৬০ লাখেরও বেশি মানুষ মারা যান। নতুন এ প্রতিবেদন আমাদের সবাইকে ব্যাপকভাবে উদ্বিগ্ন করার জন্য যথেষ্ট।

সংস্থার বিশেষজ্ঞরা জানান, নগরীতে দূষণের সমস্যাটা প্রকট। তবে গ্রামীণ এলাকার পরিস্থিতিও ধারণার চেয়ে খারাপ। নাইরা জানান, উন্নত দেশের তুলনায় দরিদ্র দেশের বায়ু বেশি নোংরা। তবে বিশেষ করে বিশ্বের সব দেশ ও সমাজের সকল অংশে জনসংখ্যার প্রভাব রয়েছে।

তিনি জানান, বায়ুদূষণ রোধে পদক্ষেপ শিগগিরই নিতে হবে। এক্ষেত্রে রাস্তায় যানের সংখ্যা হ্রাস, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিসাধন ও রান্নায় দূষণমুক্ত জ্বালানির ব্যবহার বাড়াতে বিভিন্ন দেশ পদক্ষেপ নিতে হবে। বিশ্বের ৩ হাজারেরও বেশি স্থাপনা থেকে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বের ৯২ শতাংশ মানুষ এমন স্থানে বসবাস করেন যেখানকার বায়ুর গুণগত মানের পর্যায় ডব্লিউএইচও’র সীমা ছাড়িয়ে গেছে।

সংস্থাটি বলেছে, বায়ু দূষণের কারণে প্রতিবছর ৬০ লাখেরও বেশি মানুষ মারা যাচ্ছে। প্রায় ৯০ শতাংশ বায়ু দূষণ সংশ্লিষ্ট মৃত্যু হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। বায়ু দূষণের কারণে চীন, মালয়েশিয়া ও ভিয়েতনামের মত দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলের দেশগুলোতে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন