News71.com
 International
 27 Sep 16, 07:43 PM
 407           
 0
 27 Sep 16, 07:43 PM

একে-৪৭ রাইফেল নিয়ে ভারতের বিরুদ্ধে বদলা নিতে শেখাচ্ছেন পাকিস্তানি বাবা ।।

একে-৪৭ রাইফেল নিয়ে ভারতের বিরুদ্ধে বদলা নিতে শেখাচ্ছেন পাকিস্তানি বাবা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-পাক সম্পর্কের পারদ যখন ক্রমশ বাড়ছে, উরি হামলার 'প্রতিশোধ' নিতে সতীর্থ সেনা-জওয়ানরা যখন ফুঁসছে, তখনই  মিডিয়ায় উঠে এলো পাকিস্তানের একটি ছবি। আর সেই ছবি নতুন করে উস্কে দিল বিতর্ক। একদিকে যেমন এই ছবি মুখ পোড়াল শরিফ প্রশাসনের। তেমনই ভারতের হাতেও তুলে দিল তুরুপের নতুন তাস ।

মেয়েটির বয়স খুব বেশি হলে ১০ বছর হতে পারে। আর তার হাতেই একে-৪৭। মেয়েকে বন্দুক চালাতে শেখাচ্ছেন তার বাবা। আর মেয়ে বন্দুক হাতে 'হুমকি' দিচ্ছে ভারতের নাম করে! তার নিশানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবিটি টুইটারে ছড়িয়ে পড়তেই ঝড় উঠেছে। কী করে একজন সাধারণ দেশবাসীর ঘরে বন্দুক পৌঁছালো তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সেইসঙ্গে সেদেশে শৈশব কতটা ভয়াবহ ও অন্ধকারাচ্ছন্ন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন