News71.com
 International
 27 Sep 16, 07:49 PM
 414           
 0
 27 Sep 16, 07:49 PM

তাইওয়ানে শক্তিশালী ঝড় টাইফুনের আঘাতে আহত ৩২ ।।

তাইওয়ানে শক্তিশালী ঝড় টাইফুনের আঘাতে আহত ৩২ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ তাইওয়ানে শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসের ঘটনায় ৩২ জন আহত হয়েছে। ঝড়ে বহু ঘর-বাড়ি এবং গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটিতে চলতি মাসেই ৩টি টাইফুন আঘাত হেনেছে ।

টাইফুন মেগি আঘাত হানার পর দেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে, উত্তর-দক্ষিণাঞ্চলে বুলেট ট্রেন সেবাও বন্ধ রাখা হয়েছে। প্রশান্ত মহাসাগরে উৎপন্ন হওয়া শক্তিশালী ওই ঝড় দেশের পূর্বাঞ্চলে আঘাত হেনেছে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার ।

সেন্ট্রাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে, টাইফুনের আঘাতে কমপক্ষে ৩২ জন আহত হয়েছে। প্রচণ্ড ঝড়ের আঘাত থেকে বাঁচাতে ৫ হাজার ৩শ’য়ের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। দেশের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান তাইওয়ান পাওয়ার কোং জানিয়েছে, ঝড়ের পর প্রায় সাড়ে ৯ লাখ বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ঝড়ের কারণে আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোও তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। এছাড়া বিমানের প্রায় কয়েকশ’ ফ্লাইট বাতিল করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন