News71.com
 International
 28 Sep 16, 04:06 PM
 357           
 0
 28 Sep 16, 04:06 PM

মুসলিম স্থাপনায় নিরাপত্তা বাড়াচ্ছে জার্মানি ।।

মুসলিম স্থাপনায় নিরাপত্তা বাড়াচ্ছে জার্মানি ।।

আন্তর্জাতিক ডেস্কঃ জার্মানির মুসলিম স্থাপনায় নিরাপত্তা জোরদার করছে দেশটির সরকার। গত সোমবার সন্ধ্যায় মসজিদে বোমা বিস্ফোরণের পর এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই হামলায় কেউ ক্ষতিগ্রস্ত না হলেও ঈমাম ও তার পরিবার মসজিদের ভেতরেই ছিলেন। এক বিবৃতিতে ড্রেসডেন পুলিশ জানায়, আমরা এখনো জানিনা কারা এই হামলা চালিয়েছে। তবে আমরা আমাদের নিরাপত্তা জোরদার করবো ।

পুলিশ জানায়, আগামী ৩ই অক্টোবর জার্মানিদের একত্রীকরণ উৎসব সামনে রেখে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। হামলার পর ৩টি মসজিদ, একটি মুসলিম সোশ্যাল সেন্টার ও নামাজের ঘরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন