আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট পদে যে-ই আসীন হন না কেন, আমেরিকার সাথে সবসময় ইসরায়েলের সুসম্পর্ক অব্যাহত থাকবে। তাই প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতল, কে হারলো তাতে ইসরায়েলের কিছু যায় আসে না। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের কয়েক ঘন্টা পর মন্ত্রিসভায় এ অভিমত ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ।
নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দল থেকে ডোনান্ড ট্রাম্প অংশ নিচ্ছেন। নেতানিয়াহু বলেন, তারা দুজনেই ইসরায়েলের প্রতি নিজের সমর্থনের জানানোর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন ।
গত সোমবার প্রেসিডেন্সিয়াল বিতর্কের আগে নেতানিয়াহু আলাদাভাবে দুই প্রার্থীর সাথে দেখা করেন। তিনি বলেন, কে নির্বাচিত হলো তাতে কিছু যায় আসে না। ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন সবসময় শক্তিশালী থাকবে। এই ২ দেশের জোট শক্তিশালী থাকবে এবং সামনের দিনগুলোতে আরো শক্তিশালী হবে ।