News71.com
 International
 28 Sep 16, 08:05 PM
 369           
 0
 28 Sep 16, 08:05 PM

মাউন্ট বারুজারির অগ্ন্যুৎপাত, পর্যটকদের সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া ।।

মাউন্ট বারুজারির অগ্ন্যুৎপাত, পর্যটকদের সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপের মাউন্ট বারুজারির অগ্ন্যুৎপাতে হাজারের বেশি পর্যটককে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ওই এলাকার আশেপাশে অবস্থান করা কয়েকশ’ পর্যটককে সরিয়ে নিতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। অগ্ন্যুৎপাতের ফলে বাতাসে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়েছে ।

মাউন্ট রিঞ্জানি’র পাশে অবস্থিত হওয়ায় ‘ চাইল্ড অব রিঞ্জানি’ নামে পরিচিত আগ্নেয়গিরিটিতে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এর ধোঁয়া সাড়ে ৬ হাজার ফুট পর্যন্ত ওপরে উঠে যায়। ফলে লম্বক ও পাশ্ববর্তী বালি বিমানবন্দরে ফ্লাইট অবতরণে বিঘ্ন ঘটে ।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা সুতোপো পুরো নুগরাহো জানান, গত রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে সর্বশেষ ৪শ’ বিদেশি ও স্থানীয় পর্যটক পবর্তটি আরোহণের জন্য নাম নিবন্ধন করেন। আমরা এখনও ৩৮৯ জন পর্যটককে খুঁজছি, যার মধ্যে অধিকাংশই বিদেশি ।

অগ্ন্যুৎপাতের ফলে লম্বক থেকে ১৩৫ কিলোমিটার দূরে বালি’র নুরা রাই আন্তর্জাতিক বিমানবন্দর ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশের সেলাপানাং বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে। ইন্দোনেশিয়ায় সচল ১৩০টি আগ্নেয়গিরির মধ্যে একটি ‘রিঞ্জানি’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন