কলকাতা সংবাদদাতা : বাংলাদেশ ছাত্রলীগ ভারত শাখার উদ্যোগে আজ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার ৭০ তম জন্মদিন উদযাপিত হয়েছে । এই উপলক্ষে আয়োজিত অনুষ্টানে কলকাতায় অবস্থিত বাংলাদেশী ছাত্ররা ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের তৃনমূল ছাত্র পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহন করে। এ অনুষ্ঠানটি দুপুর ১.৪৫ শুধু হয় এবং ২.১০ মিনিটে সময় শেষ হয় । অনুষ্ঠান সৌন্দর্য বাড়ানোর জন্য চারিদিকে বেলুন ঝুলানো হয় । তার একটু পরেই "হ্যাপি বরাডে টু ইউ শেখ হাসিনা "বলে তানার জন্মদিনের কেক কাটা হয় । বাংলাদেশ ছাত্রলীগ ভারত শাখার অন্যতম সংগঠক সোহাগ সরকারের ব্যবস্থাপনায় সমগ্র অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের তৃনমূল ছাত্র পরিষদের সেক্রেটারি বিশ্বজিৎ দে (বাপ্পা )। তিনি বলেন,সবার অতীত ইতিহাস জানা দরকার । বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিলো তখন অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর সহায়তা নিয়ে বাংলাদেশের মত একটি স্বাধীন ভূখন্ডের জন্ম দিয়েছিলেন । আর যদি সেদিন বাংলাদেশ স্বাধীন না হতো ,যদি বাংলাদেশ পাকিস্তানের অংশ থেকে যেত তবে আমাদের (পশ্চিমবঙ্গ) কে কাশ্মিরের মত জ্বলতে হতো । আজ তারই কন্যার শুভ জন্মদিন ।আমি রবীন্দ্র ভারতীর তৃনমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নেত্রী শেখ হাসিনা কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । তানার শারিরীক সুস্থতা ও দীর্ঘাআয়ু কামনা করি ।এ সময় আরো উপস্থিত ছিলেন তৃনমূল ছাত্র পরিষদের সম্মনিত সভাপতি সত্যজিৎ মহেশ , ভাইস প্রেসিডেন্ট সপ্নদ্বীপ তালুকদার, সাবেক তৃনমূল ছাত্রপরিষদের ভাইস প্রসিডেন্ট দিপু সাঁতরা ,অর্ধেন্দু কুন্ডু ,সজল সরকার ,অর্ক মুখার্জি ,বিক্রম সরকার,তাপস শর্মা ও প্রমূখ।
একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ ভারত শাখার উদ্যোগে হায়দারাবাদেও জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয় । উক্ত অনুষ্ঠানের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু সৈনিক রাহিক হোসেন । তিনি সেখানে উপস্থিত সকল মুজিব সৈনিকে তার অন্তরের অন্তর স্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেন ।দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সবাই একসঙ্গে জন্মদিনের কেক কাটেন । সবাইকে অনুরোধ জানিয়েছেন যে,আপনারা সবাই নেত্রীর জন্য দোয়া করবেন সৃষ্টিকর্তা তাকে যেন দীর্ঘায়ু দান করেন । সব শেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুভ শুভ দিন শেখ হাসনার জন্মদিন স্লোগানে অনুষ্ঠান শেষ হয়।