News71.com
 International
 29 Sep 16, 11:34 AM
 393           
 0
 29 Sep 16, 11:34 AM

আইএসের কবল থেকে মসুল উদ্ধারে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র ।। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

আইএসের কবল থেকে মসুল উদ্ধারে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র ।। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর মুক্ত করতে সহায়তার জন্য দেশটিতে আরও ৬০০ সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়, ইরাকে মার্কিন সামরিক উপদেষ্টা ও পদাতিক সেনা পাঠাতে বাগদাদ যে অনুরোধ জানিয়েছিল তাতে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরাকি প্রধানমন্ত্রী এমন সময় এ খবর দিলেন যখন কিছুদিন আগ পর্যন্ত মসুল পুনরুদ্ধারের অভিযানে বিদেশি সেনাদের অংশগ্রহণের বিষয়টি অস্বীকার করে আসছিল বাগদাদ।

ইরাকি সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল গত রবিবার জানিয়েছিলেন, মসুলসহ ইরাকি শহরগুলো স্বাধীন করার অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সম্পূর্ণ ইরাকি। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা ইরাকি প্রধানমন্ত্রীর নতুন এ বিবৃতির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইরাকে আরও ৬০০ সেনা পাঠাতে সম্মত হয়েছে পেন্টাগন। এসব সেনাকে ইরাকের ঠিক কোথায় মোতায়েন করা হবে তা পরে ঘোষণা করা হবে। তবে এদের বেশিরভাগই মসুল মুক্ত করার অভিযানে অংশ নেবে।

উল্লেখ্য, ইরাকে বর্তমানে ৪ হাজার ৫৬৫ জন মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন