News71.com
 International
 29 Sep 16, 11:45 AM
 415           
 0
 29 Sep 16, 11:45 AM

চিনের গুইয়াংসি প্রদেশের হুয়ানগ্লো গ্রামে জীবনে একবার চুল কাটেন যে নারীরা ।।

চিনের গুইয়াংসি প্রদেশের হুয়ানগ্লো গ্রামে জীবনে একবার চুল কাটেন যে নারীরা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ জীবনে শুধু একবারই চুল কেটে থাকেন, এমন জনগোষ্ঠীও পৃথিবীতে এখনো আছে। জানা যায়, প্রায় দু'হাজার বছরের এমন নিয়ম আজও মেনে আসছে চিনের গুইয়াংসি প্রদেশের হুয়ানগ্লো গ্রামে। এ গ্রামের ইয়াও জনগোষ্ঠীর সকল নারীরা জীবনে চুল কাটেন একবারই। তাদের গোষ্ঠীয় নিয়মে বলা আছে, ১৮ বছর বয়সে এক জীবনে একবারই চুল কাটা যাবে। এতে দেখা গেছে, তাদের চুলও বেড়ে চলে যথারীতি ।

এমনকি তাদের এই দীর্ঘ চুলের যত্ন করতে শ্যাম্পু, তেল, কন্ডিশনার কোন কিছুই প্রয়োজন হয় না। ভাবছেন তাহলে কী করে তারা চুলের য্ত্ন নেন?  জানা যায়, প্রয়োজনে নদীর পানিতে চুলের ময়লা ধুয়ে নেন তারা। আর এ পানি দিয়েই নিয়মিত চলে তাদের চুলের পরিচর্যা ।

ইতিমধ্যে ৭ ফুট লম্বা চুলের রেকর্ড করেছেন ওই জনগোষ্ঠীর এক নারী। তাছাড়া আরো ৬০ জনের চুল প্রায় ৩ ফুট পর্যন্ত লম্বা হয়েছে। এমন লম্বা চুল নিয়েও দৈনন্দিন কাজকর্মগুলি ঠিক ঠিক করে থাকেন তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন