News71.com
 International
 29 Sep 16, 12:14 PM
 396           
 0
 29 Sep 16, 12:14 PM

ভারত পাকিস্তানের সীমান্তে জয়সলমীর এলাকায় পাক সেনার মহড়া , নজরদারি বাড়াচ্ছে বিএসএফ

ভারত পাকিস্তানের সীমান্তে জয়সলমীর এলাকায় পাক সেনার মহড়া , নজরদারি বাড়াচ্ছে বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের প্রস্তুতি। ভারতীয় সীমান্তের কাছেই অনুশীলন পাক সামরিক বাহিনীর। জয়সলমীরের কাছে ভারত-পাক সীমান্তরেখা থেকে ১৫-২০ কিমি দূরে সামরিক তোড়জোড় শুরু করেছে পাকিস্তানি সেনা। এর জেরে সীমান্তে তীক্ষ্ণ নজর রাখছে বিএসএফ বাহিনী।

ভিতরে ভিতরে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, এই জমায়েত আসলে স্থলবাহিনী এবং বিমানবাহিনীর যৌথ মহড়া। কিন্তু উরি হামলার পর ভারত-পাক সীমান্তে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন সীমান্তে এসে বৃহত্তম মহড়া আয়োজন করাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সূত্রের খবর, সীমান্তের ওই এলাকায় প্রায়শই দেখা যাচ্ছে পাক সামরিক যান। গত ২২ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করেছে তারা। সব মিলিয়ে ১৫,০০০ স্থলবাহিনী এবং ৩০০ জন বায়ুসেনা জয়সলমেরের সীমান্তের ও পারে অবস্থান করছে।। প্রতিরক্ষা সূত্রে তথ্য, জয়সলমীরের কিষণগড় বুল্‌জ এলাকার ঠিক উল্টো দিকে সীমান্তের কাছে এর উল্টো দিকে পাকিস্তানের রহিমার খান, ঘোটাকি, শাদি কা বাদ, মীরপুর, মেন্থোলো এলাকায় যুদ্ধ-কামান, বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। পাকিস্তানি সামরিক আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি এবং সেনাদের অনুশীলন পর্যবেক্ষণ করছেন। সূত্রের খবর, করাচির ফাইভ কোর, মুলতানের টু স্ট্রাইক কোর এবং ২০৫ ব্রিগেড অনুশীলনে অংশ নিয়েছে। আকাশে ঘন ঘন দেখা যাচ্ছে পাকিস্তানি যুদ্ধ বিমানও। যুদ্ধের বিভিন্ন সরঞ্জামও পরীক্ষা করে দেখা হচ্ছে। নজরে আসছে ট্যাঙ্ক ব্রিগেডও।

সূত্রের খবর, রাজস্থান সীমান্তে মরুভূমির কাছে এসে ‘ডেসার্ট ওয়্যার গেম’ অনুশীলন করছে পাক-সেনা। বিএসএফকে সতর্ক করা হয়েছে। সীমান্তে দ্রুত শক্তিবৃদ্ধি করছে ভারতীয় বাহিনী। সীমান্তে কী চলছে সদাসবর্দা নজর রেখে চলেছে বিএসএফ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন