কলকাতা সংবাদদাতা : ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর জেলায় গতকাল সোমবার খোলা মাঠের নিচে শুধু অন্তর্বাস পরে পরীক্ষা দিচ্ছে একদল যুবক। খোলা আকাশের নিচে মাঠে শুধু অন্তর্বাস পরে বসে আছে একদল যুবক। নির্দিষ্ট দূরত্বে বসে থাকা যুবকদের হাতে পরীক্ষার খাতা। ভারতের সেনাবাহিনীর সেনা নিয়োগের পরীক্ষা চলছে। কড়া এই পরীক্ষায় নকল ঠেকাতে শুধু অন্তর্বাস পরে মাঠে পরীক্ষার এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত সোমবার ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর জেলায় সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগেই অন্তর্বাস ছাড়া সব পোশাক খুলে ফেলার নির্দেশ দেওয়া হয় পরীক্ষার্থীদের। আর অন্তর্বাসেও কোনো নকল আছে কী না পরীক্ষা করে দেখেন সেনাবাহিনীর সদস্যরা।
অবশ্য খোলা মাঠের মধ্যে খালি গায়ে পরীক্ষা দেওয়ার ঘোষণায় ঠাণ্ডা লেগে যাওয়ার অজুহাত তুলেছিলেন বেশ কয়েকজন পরীক্ষার্থী। তবে সেই অজুহাতে কর্ণপাত করেননি সেনাবাহিনীর কর্মকর্তারা। শুধু লজ্জা নিবারণের জন্য অন্তর্বাসটুকু ছাড় দিয়ে সব পোশাক খুলে ফেলতে হয়েছে পরীক্ষার্থীদের।
ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পরীক্ষায় গণটোকাটুকির ক্ষেত্রে বিহার রাজ্যের বদনাম চিরকালের। যে কারণে অনেক চিন্তা ভাবনা করে নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ কঠোরতা অবলম্বনের সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী । এই সিদ্ধান্তেরই বাস্তবায়ন হলো খোলা মাঠে শুধু অন্তর্বাস পরে পরীক্ষা। আর পরীক্ষার্থীদের বসানোও হয় বেশ দূরে দূরে।