আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাক-ভারত সীমান্তে কাশ্মীরে সার্জিক্যার অভিযান চালিয়েছে তারা। জানা গেছে, পাকিস্তানপন্থী সন্ত্রাসীদের নতুন হামলা ঠেকাতে এ অভিযান শুরু করে ভারত। ভারতে ভবিষ্যতে সম্ভাব্য হামলা ঠেকাতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ভারতের সেনাবাহিনী ।
সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসী ও তাদের সাহায্যকারীদের ব্যপক ক্ষতি করা হয়েছে। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস লেফটেন্যান্ট জেনারেল রনবীর সিং এসব তথ্য জানান ।
তিনি বলেন, কাল রাতের ওই হামলায় সন্ত্রাসবাদীদের এবং যারা তাদের মদ্দ দিচ্ছিল, তাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, মারা গেছে অনেকে। এই হামলার খবর আমি নিজেই পাকিস্তানের ডিজিএমও-কে ফোন করে আজ সকালে জানিয়েছি। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ভারতের দাবি অস্বীকার করেছে। তবে সকালে ভারতের সঙ্গে সীমান্তে গুলি বিনিময়কালে দুইজন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ ।
এদিকে লাইন অব কন্ট্রোল নীতি না মানার বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে নরেন্দ্র মোদী। এক প্রতিবেদনে জানিয়েছে, মোদী লাইন অব কন্ট্রোল বিষয়ে আলোচনার জন্য সকালে কেবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস)-এর মিটিং এ বসেছেন। এদিকে পাকিস্তানি সৈন্যের বরাত দিয়ে জানিয়েছে, ভারতের সঙ্গে গোলাগুলিতে তাদের দুইজন সৈন্য মারা গেছে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, পাকিস্তান লাইন অব কন্ট্রোল ভঙ্গ করে ভারতীয় সীমান্তে প্রবেশ করলে এই হামলা চালানো হয় ।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের পদক্ষেপকে নিন্দা জানিয়ে বলেছেন ভারত বিনা প্ররোচনায় পাক অভ্যন্তরে হামলা করেছে। যদিও পাকিস্তানের সেনাবাহিনী ভারতের 'সার্জিকাল স্ট্রাইকস' এর বর্ণনাকে অস্বীকার করে এটাকে একটা বিভ্রম বলে আখ্যা দিয়েছে।
তারা বলছে আজ সকালে ভারতের সেনাবাহিনীর সাথে গোলা-গুলিতে দুইজন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হচ্ছে অভিযুক্ত সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে যে সার্জিকাল স্ট্রাইকসের কথা বলা হচ্ছে সেটা একটা বিভ্রম, একটা মিথ্যা প্রভাব সৃষ্টির জন্য এটা ভারতের ইচ্ছাকৃত ভাবে করা।
এর আগে ভারতের সেনাবাহিনী থেকে বলা হয়েছিল ঐ অভিযানে সন্ত্রাসী ও তাদের যারা সাহায্য করতো তাদের হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য।
কিন্তু পাকিস্তান ভারতের পক্ষ থেকে সীমান্তে এ ধরণের হামলার কথা অস্বীকার করেছে। তারা বলছে ভারতের সেনাবাহিনীর সাথে গোলা-গুলিতে দুইজন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। এ মাসের শুরুতে ভারতের সেনা ঘাটিতে জঙ্গি হামলায় ১৮ জন সৈন্য নিহত হওয়ার পর ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।