আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হবোকেন স্টেশনে ট্রেন দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন ও শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক ।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। ঠিক কী কারণে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। হবোকেন স্টেশনের অবস্থান নিউইয়র্ক থেকে ৭ কিলোমিটার দূরে ।
জানা গেছে, হঠাৎ করে ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে স্টেশনের অভ্যর্থনা এলাকায় উঠে পড়ে। দুর্ঘটনার পর জানালা দিয়ে বের হতে গিয়েও অনেকে আহত হন ।