আন্তর্জাতিক ডেস্কঃ একটা ভিডিও। যাতে দেখা গেল বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের সঙ্গে দাঁড়িয়ে আছেন কোনও এক শীর্ষস্তরের কর্তা। তাঁর সঙ্গে হাত মেলাতে এলেন একজন। সেইসময়ই বন্দুকের আওয়াজ। আর সঙ্গেসঙ্গেই খুলে গেল প্রথমজনের প্যান্ট। এই ভিডিওটিই এখন সোশাল মিডিয়ায় নতুন করে ভাইরাল।
ভাইরাল এই বলে যে যাঁর প্যান্ট খুলে গেল তিনি আর কেউ নন, তিনি নাকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তারপরই কমেন্টের ঝড়। যিনি নিজের প্যান্ট সামলাতে পারেন না, সামান্য বন্দুকের আওয়াজে প্যান্ট খুলে যায় যাঁর, তিনি আবার ভারতকে পরমাণু বোমা মেরে ধ্বংস করার হুমকি দিচ্ছেন।
তবে ভাইরাল ভিডিওতে যাঁর প্যান্ট খুলতে দেখা গেছে তিনিই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কি না তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রথমত ভিডিওটি বেশ পুরনো। ২০০৮ নাগাদ ইউটিউবে ভিডিওটি আপলোড করা হয়। সেখানে আবার বলা হয় যাঁর প্যান্ট খুলে যেতে দেখা গেছে, তিনি পাকিস্তানের তৎকালীন প্রধান বিচারপতি আবদুল হামিদ ডোগর। তবে কেউ কেউ আবার তাঁর এই পরিচিতি নিয়েও সন্দেহপ্রকাশ করেন। তাঁদের বক্তব্য, ওই ব্যক্তি আবদুল হামিদ ডোগরও নন।
সে যাই হোক, ভারত-পাকিস্তান ইস্যুতে যখন এত উত্থান পতন, সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে পাকিস্তানে ঢুকে যখন জঙ্গিনিকেশ করেছে ভারতীয় সেনা, তখন এই ভিডিওটি নতুন করে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে হঠাৎ করে। হাসির খোরাক হিসেবে ভিডিওটি শেয়ার করে কমেন্টও করছেন অনেকে।