
নিউজ ডেস্কঃ সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মিরে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে পাক প্রধানমন্ত্রীর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। গত বুধবার রাতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের কাশ্মিরে ঢুকে অভিযান চালানোর দাবির পর ওই ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই জনপ্রিয় ক্রিকেটার ।
আজ শুক্রবার ইমরানের খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এক র্যালির ডাক দিয়েছে। ওই র্যালিতে ভারতের প্রধানমন্ত্রীকে কীভাবে জবাব দিতে হয় সেবিষয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে শেখাবেন বলে ঘোষণা দিয়েছেন ইমরান। তিনি বলেছেন, এ ধরনের আক্রমণের জবাব কীভাবে দিতে হয়, তা তিনি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে শেখাবেন। ইমরান পাকিস্তানের জনগণের কাছে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের ঐক্য তুলে ধরতে মিছিলে অংশগ্রহণ করা উচিত ।
ভারতের অভিযানের দাবি নিয়ে পাক প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ইমরান খান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছে নওয়াজ শরিফ। আমি ভারতের প্রধানমন্ত্রীকে শক্তিশালী বার্তা দিতে চাই; যা নওয়াজ দিতে পারেনি। সাবেক এ ক্রিকেটার জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও কাশ্মিরে ভারতের আগ্রাসন তুলে ধরতে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ।