News71.com
 International
 30 Sep 16, 01:33 PM
 435           
 0
 30 Sep 16, 01:33 PM

ধর্ম অবমাননায় সিঙ্গাপুরে কিশোর ব্লগারের কারাদণ্ড ।।

ধর্ম অবমাননায় সিঙ্গাপুরে কিশোর ব্লগারের কারাদণ্ড ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সিঙ্গাপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক কিশোর ব্লগারকে ৬ সপ্তাহের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ১৭ বছর বয়সী ওই ব্লগারের নাম আমোস ই প্যাং সাং। ইসলাম এবং খ্রিস্টান ধর্মকে অবমাননা করে ইন্টারনেটে ক্রমাগত ভিডিও এবং মন্তব্য করার জন্য অভিযুক্ত ছিলেন তিনি। সিঙ্গাপুরে এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করা হয় ।

গতকাল বৃহস্পতিবার বিচারক অং হিয়ান সুনের আদালত তাকে কারাদণ্ড দেয়। রায় ঘোষণার সময় মায়ের সঙ্গে এজলাসে উপস্থিত ছিলেন আমোস। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, বিচার স্বচ্ছ হয়েছে এবং ধর্ম অবমাননার জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। ব্লগার আমোসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এবারই প্রথম নয়। গত বছর খ্রিস্টানদের হেয় প্রতিপন্ন করার দায়ে তিনি ৪ সপ্তাহ কারাভোগ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন