নিউজ ডেস্কঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চায়নাটাউনে হঠাৎ অভিযানে ৩ শতাধিক বিদেশি শ্রমিক গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে।
আজ শুক্রবার ৩০শে সেপ্টেম্বর বিকেল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টানা আড়াই ঘন্টা এ অভিযান চলে। গ্রেপ্তারকৃত বিদেশিদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উল্লেখ্য, চায়নাটাউনে সেলসম্যান হিসেবে কাজ করেন এমন কর্মীদের অধিকাংশই বাংলাদেশি।